Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ঢেলে সাজানো হচ্ছে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০২, ৩ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢেলে সাজানো হচ্ছে এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান

ঢাকা : পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়ার আগে ঢেলে সাজানোর প্রস্তুতি চলছে এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের বাগানের।

ভারতের কাশ্মীরে `ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ বাগান`কে সুসজ্জিত করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এপ্রিলে এ বাগান পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

কিছুদিনের মধ্যেই টিউলিপ ফুলে ছেয়ে যাবে পুরো বাগান। ফুল ফুটিয়ে বাগানকে দৃষ্টিনন্দন করে তুলতে তাই এতো ব্যস্ততা।

শ্রীনগরের জাবারওয়ান পাহাড়ে `ইন্দিরা গান্ধি মেমোরিয়াল টিউলিপ বাগান` এশিয়ার মধ্যে সবচেয়ে বড় টিউলিপের বাগান। যেটির সৌন্দর্য পেছনে ফেলেছে ডাল লেককেও। স্থানীয়ভাবে এটি `সিরাজ বাগ` নামেও পরিচিত।

দর্শনার্থীদের আকৃষ্ট করতে এবার সৌন্দর্য বর্ধনের জন্য নেয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। বাড়ছে বাগানের পরিধি। দর্শনার্থীরা যেন বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন, সেজন্য তৈরি করা হয়েছে বসার জায়গা।

বৈরি আবহাওয়া কিংবা অতিরিক্ত সূর্যের তাপে বাগানের যেন ক্ষতি না হয়, সেজন্য কর্মচারীরা গ্রিনহাউজ শেড তৈরিতে ব্যস্ত। এবছর ৪৬ ধরনের অন্তত ২০ লাখ টিউলিপ ফুল ফোটানোর লক্ষ্য রয়েছে বাগান কর্তৃপক্ষের।

এপ্রিলে ফুলে ফুলে ছেয়ে যাবে পুরো বাগান। যা শ্রীনগরকে ফুটিয়ে তুলবে পৃথিবীর ছোট্ট স্বর্গ হিসেবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer