Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষার সময়সূচি ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫, ১৩ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষার সময়সূচি ঘোষণা

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭টি কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএস শেষ পর্ব (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানিয়েছে, সময়সূচি অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর রোববার পরীক্ষা শুরু হবে। শেষ হবে আগামী ৩১ অক্টোবর মঙ্গলবার। পরীক্ষা আরম্ভ হবে দুপুর ২টায়। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ করা থাকবে। 

এছাড়া ঢাকা কলেজ, ইডেন কলেজ, বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, তিতুমীর কলেজ ও বাঙলা কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি জানার জন্য স্ব স্ব কলেজে যোগাযোগ করতে হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।

পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ব-স্ব কলেজের অধ্যক্ষগণ কর্তৃক মনোনীত প্রতিনিধির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে সংগ্রহ করতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer