Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ঢাবিতে সমগীতের বসন্ত বরণ উৎসব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০২:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাবিতে সমগীতের বসন্ত বরণ উৎসব

ঢাকা : সময়ের ধারাবাহিকতায় আবারও বসন্ত এসেছে প্রকৃতিতে। দখল-লুণ্ঠনের হিংস্রতা-সহিংসতার শিকার আজ মানুষ-প্রকৃতি। এর বিপরীতে মানুষ ও প্রকৃতির মেলবন্ধনের প্রয়াস নিয়ে কাজ করে চলেছে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ।

সোমবার পহেলা ফাল্গুন ১৪২৩ সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ ঢাকা শাখার উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও জাগাও প্রাণ, প্রকৃতিগান এই ফাগুনে-এই আহ্বানে বসন্ত বরণ উৎসব আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় সকাল ১০টায় বসন্ত উৎসব উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

উদ্বোধন শেষে কলাভবনের সামনে থেকে একটি প্রকৃতিমঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর বসন্ত উৎসব মঞ্চে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর যন্ত্র-সংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।

এরপর আদিবাসী নৃত্য পরিবেশন করবে হেংগরং শিল্পীগোষ্ঠী। গান পরিবেশন করবেন শিল্পী কফিল আহমেদ, কাজী কৃষ্ণকলি ইসলাম, গানের দল লীলা, জলের গান, সহজিয়া।

সবশেষে থাকবে সমগীত গানের দলের পরিবেশনা। এছাড়াও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer