Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ঢাকায় ১ ডিসেম্বর শুরু হচ্ছে ক্যাপিটাল মার্কেট এক্সপো

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩, ২৮ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাকায় ১ ডিসেম্বর শুরু হচ্ছে ক্যাপিটাল মার্কেট এক্সপো

ছবি-সংগৃহীত

ঢাকা : অর্থনীতিতে পুঁজিবাজারের অবদান, পুঁজিবাজারের নতুন ব্র্যান্ডিং এবং বাজার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬।

প্রথমবারের মতো এবারও কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৩ দিন ব্যাপী এ মেলার আয়োজন করতে যাচ্ছে অনলাইন বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচক ডট কম।

এ উপলক্ষে সোমবার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ক্যাপিটাল মার্কেট এক্সপোর বিস্তারিত তুলে ধরেন অর্থসূচক ডট কমের সম্পাদক জিয়াউর রহমান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসেসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান এবং অর্থসূচকের ব্যবস্থাপনা সম্পাদক কামরন নাহার উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান জানান, ৩ দিনের এই এক্সপো উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড.এম. খায়রল হোসেন উপস্থিত থাকবেন। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড.এম. মসিউর রহমান।

এছাড়া এক্সপোর বিভিন্ন সেমিনারে বিএসইসির সাবেক চেয়ারম্যান ড.এ.বি. মির্জা আজিজুল ইসলাম, বর্তমান কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী ও ড. স্বপন কুমার বালা, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য সুলতান-উল-আবেদিন মোল্লা উপস্থিত থাকবেন।

সেমিনারে স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ফিন্যান্সিয়াল এনালিস্টরা অংশ নেবেন।

এক্সপো উপলক্ষে আগামী ৩০ নভেম্বর সকাল ১১টায় মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হবে; যা বিএসইসির অফিসের সামনে ঘুরে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএলসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠান এবারের এক্সপোতে অংশ নিচ্ছে। ক্যাপিটাল মার্কেট এক্সপো সকাল সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। এক্সপোতে প্রবেশের জন্য কোনো টিকেট লাগবে না।এছাড়া প্রবেশে কূপনের র‌্যাফেল ড্রতে মোটরসাইকেল, মোবাইলসহ মূল্যবান সব পুরস্কার পাবেন দর্শনার্থীরা।

এক্সপো পার্টনারদের মধ্যে রয়েছে- আইটি পার্টনার-আমরা নেটওয়ার্কস, হোটেল পার্টনার হোটেল দ্যা কক্স টুডে, হোটেল হিল টাওয়ার, বাইক পার্টনার-রানার অটোমোবাইলস লিমিটেড, পিআর পার্টনার ইমপেক্ট পিআর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer