Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ঢাকায় পরিত্যক্ত বাড়ি ৬ হাজার ৪৭১টি : গণপূর্ত মন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫, ২৬ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাকায় পরিত্যক্ত বাড়ি ৬ হাজার ৪৭১টি : গণপূর্ত মন্ত্রী

ঢাকা : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা শহরে ৬ হাজার ৪৭১টি পরিত্যক্ত বাড়ি রয়েছে।

তিনি বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এ যাবত ৩৫১টি পরিত্যক্ত বাড়ি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার বরাবর বরাদ্দ দেয়া হয়েছে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মধ্যে পরিত্যক্ত বাড়ি বরাদ্দ দেয়ার বিধান নেই।

হাবিবুর রহমান মোল্লার অপর এক প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ঢাকার চারপাশে নদীর তীর দখল করে যে সকল স্থাপনা ও আবাসন প্রকল্প করা হয়েছে তা উদ্ধারে সমন্বিত উদ্যোগ গ্রহন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, আইনের আলোকে অবৈধ আবাসন প্রকল্প রোধে রাজউক এ যাবত ৩৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নোটিশ প্রদান, ২২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের ও ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করাসহ মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম চলমান রয়েছে। তবে অনেক ক্ষেত্রে তদন্ত কাজে দীর্ঘসূত্রিতার কারণে এ ধরনের অপরাধের বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।

তিনি বলেন, জলাশয় ভরাট রোধকল্পে রাজউকসহ পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন এবং ওয়াসা কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer