Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ঢাকায় আরও চারশ বাস নামানো হবে: ওবায়দুল কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ১৯ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাকায় আরও চারশ বাস নামানো হবে: ওবায়দুল কাদের

ঢাকা : রাজধানীর গণ পরিবহন সংকট মোকাবিলায় রাজধানীতে আরও চারশ বাস আনার পরিকল্পনা করেছে সরকার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন বাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নগরীর চলমান পরিবহন সমস্যার সমাধানে আজ বিকেল চারটায় বিআরটিসি ভবনে পরিবহন মালিকদের সঙ্গে জরুরি বৈঠক করা হবে। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নগরীতে নতুন সংযোজন করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একই কর্মসূচি রয়েছে। দীর্ঘদিন ধরে মেয়ার আনিসুল হক বিভিন্ন অনুষ্ঠানে এ বিষয়টি বলে আসছেন। এ কর্মসূচির সঙ্গে সমন্বয় করেই বাস সংযোজনে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer