Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ঢাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবৃষ্টির সম্ভাবনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ২০ জুন ২০১৭

আপডেট: ১২:৩৩, ২০ জুন ২০১৭

প্রিন্ট:

ঢাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবৃষ্টির সম্ভাবনা

ঢাকা : লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থানে রয়েছে। ফলে ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদফতর।

মঙ্গলবার সকালে ঢাকা ও পাশ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

ঢাকা ও পাশ্ববর্তী এলাকার বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ৪০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer