Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ঢাকা ব্যাংকের সঙ্গে মাস্টারকার্ডের যাত্রা শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০২:৫৪, ২৭ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাকা ব্যাংকের সঙ্গে মাস্টারকার্ডের যাত্রা শুরু

ঢাকা : গ্রাহকদের কার্ড সেবায় সর্বোচ্চ সুবিধা দিতে মাস্টারকার্ড এবং ঢাকা ব্যাংক লিমিটেড যৌথভাবে উদ্যোগ নিয়েছে। এই অংশীদারিত্বের ফলে মাস্টারকার্ডের কার্ড ইস্যুর ক্ষেত্রে প্রিন্সিপাল মেম্বারের ভূমিকায় থাকবে ঢাকা ব্যাংক।

রাজধানীতে ঢাকা ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ প্রিন্সিপাল মেম্বারশিপ লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এমরানুল হক, রিটেইল ব্যাংকিংয়ের প্রধান শাফকাত হোসেন এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ডিরেক্টর গীতাঙ্ক ডি. দত্তসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘‘মাস্টারকার্ডের কার্ড সেবা প্রদানে প্রিন্সিপাল মেম্বার হতে পারাটা ঢাকা ব্যাংকের জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, এই পার্টনারশিপ সুবাদে আমাদের গ্রাহকদের উচ্চ মানের পণ্য ও সেবা সরবরাহে সক্ষম হব এবং তাঁদের কার্ড ব্যবহারে সর্বোচ্চ সুবিধা লাভের সুযোগ করে দিতে পারব।’’

অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এ প্রসঙ্গে বলেন, ‘‘ঢাকা ব্যাংক লিমিটেডের সাথে এই পার্টনারশিপের ফলে মাস্টারকার্ডের কার্ড সেবার সার্বিক বিকাশে আমাদের অব্যাহত প্রচেষ্টা আরো জোরদার হলো। এভাবে আমাদের কার্ড পোর্টফোলিওতে বৈচিত্র্য আনয়নে আমরা অনেক দূর এগিয়ে যাব বলে বিশ্বাস করি।’’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer