Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২৩টি ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ১৪ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২৩টি ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৪ লেন প্রকল্পের ২৩টি ব্রিজ এবং ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত ব্রিজ ও ওভারপাস উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কের ৪ লেন প্রকল্পের আওতায় ২৩টি ব্রিজ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফতেহপুর রেলওয়ে ওভারপাসেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর ফলে ঈদযাত্রায় অনেকটা যানজটমুক্ত ভ্রমণের সুবিধা পাবেন উত্তরবঙ্গসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মানুষ। ২০১৬ সালে শুরু হয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer