Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট

টাঙ্গাইল সংবাদদাতা

প্রকাশিত: ১৩:৫০, ৫ মে ২০১৭

আপডেট: ০২:৪৪, ৬ মে ২০১৭

প্রিন্ট:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট

টাঙ্গাইল : ভয়াবহ যানজটে স্থবির হয়ে পরেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক। বৃহস্পবিার দিবাগত রাত থেকে এ যানজট তীব্র আকার ধারন করে।

এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানজটের মুল কারণ ভাঙ্গা ব্রিজ, রাস্তা এবং মহাড়ক তদারকি কাজে নিয়োজিত সড়ক ও জনপথ বিভাগসহ দুই কোম্পানির মধ্যে সমন্ময়হীনতার অভাব।

এছাড়া মহাসড়কের দুই পাশে ড্রাম ট্রাক দিয়ে মাটি ফেলায় মহাসড়ক এখন অধিক ঝুঁকিপূর্ন। এসব কারণেই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এছাড়া প্রশাসনের অব্যবস্থাপনার কারণে চন্দ্রা এলাকায় রাজধানী ঢাকা যাওয়ার প্রবেশধার চন্দ্র-নবীনগর-ঢাকা রোড ও চন্দ্রা-গাজীপুর রোডে যানবাহন ঢুকতে না পারায় যানজটের অন্যতম কারণ বলে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ জানিয়েছে। আজ শুক্রবার মাহসড়ের বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা মোড় থেকে মির্জাপুরের জামুর্কি পর্যন্ত পুরো সড়কই যানজটে স্থবির।

ফলে যাত্রীদের কোনো নিরাপত্তা নেই। যানজটের ফলে এ মহাসড়কে বাড়ছে চুরি, ডাকাতি ও ছিনতাই। গত কয়েক মাস ধরে চলছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুরাবস্থা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer