Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটে যাত্রীদের দূর্ভোগ

টাঙ্গাইল সংবাদদাতা

প্রকাশিত: ১১:১১, ২৮ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটে যাত্রীদের দূর্ভোগ

টাঙ্গাইল : তীব্র যানজট অচল হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। মির্জাপুর উপজেলার কদিম ধল্লা এলাকায় থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে গাড়ির সারি।

যানজটের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানজট দূর করতে কাজ করে যাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে মির্জাপুর বাইপাসে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। তবে এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে রাত ২ টার দিকে রাস্তা থেকে বাসটি সরিয়ে নেয় পুলিশ। এরপর যান চলাচল শুরু হয়। তবে যানবাহনের চাপ বেশি থাকায় ধীরে ধীরে যান চলছিল।

কিন্তু রবিবার ভোর ৪টার দিকে আবারও এলেঙ্গা এলাকায় বাস ও ট্রাকের আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহাসড়কে যানবাহন চলাচল আবারও বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে মির্জাপুর উপজেলার ঘেরুয়া পর্যন্ত যানজট বিস্তৃত হয়। সকালে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়। এতে যানবাহন চলা শুরু হয়েছে। বর্তমানে এলেঙ্গা থেকে ঢাকার দিকে যানবাহন চললেও টাঙ্গাইল থেকে এলেঙ্গার দিকে যানবাহন চলাচল বন্ধ আছে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer