Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ঢাকা ক্লাবসহ ১৩ ক্লাবে ‍জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞা বহাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ৮ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১৪:১১, ৮ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

ঢাকা ক্লাবসহ ১৩ ক্লাবে ‍জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞা বহাল

ঢাকা : ঢাকা ক্লাবসহ দেশের বিভিন্ন শহরের ১৩টি ক্লাবে জুয়া জাতীয় খেলা যেমন: অর্থের বিনিময়ে তাস, ডাইস ও হাউজির ওপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা ক্লাবের করা আবেদনে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

একই সঙ্গে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে ক্লাবগুলোর পক্ষে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।

এর আগে গত ৬ ডিসেম্বর হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে চেম্বার বিচারপতি ৮ ডিসেম্বর শুনানির দিন নির্ধারণ করে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

সেই অনুযায়ী বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসলে আদালত এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন, ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজিব, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট চৌধুরী মোহাম্মদ রেদোয়ানে খুদা। আর ঢাকা ক্লাবের পক্ষে ছিলেন ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ৪ ডিসেম্বর ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি নামিদামী ক্লাবে জুয়া জাতীয় খেলার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer