Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল শুরু

টাঙ্গাইল সংবাদদাতা

প্রকাশিত: ০৯:৩৫, ২০ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল শুরু

টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলস্টেশনের কাছে লালমনির এক্সপ্রেস ট্রেনের একটি বগির লাইনচ্যুতির ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু হয়েছে।

টাঙ্গাইলের মহেড়া ষ্টেশন মাষ্টার মাসুম মল্লিক জানান, মূল লাইনে বগিটি আটকে যাওয়ায় রাত সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী দ্বিতীয় লাইন দিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ষ্টেশন পার হয়ে যায়। এর মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়েছে।

তিনি আরও জানান, লাইনচ্যুত বগিটি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন করে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

উত্তরবঙ্গের লালমনির হাট থেকে ছেড়ে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ৯টার দিকে মির্জাপুরের মহেড়া রেলস্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer