Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ডুমুরিয়ায় ধরা পড়লো ১২টি গোখরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২১, ১৪ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ডুমুরিয়ায় ধরা পড়লো ১২টি গোখরা

ছবি: বহুমাত্রিক.কম

খুলনা : খুলনার ডুমুরিয়া উপজেলার চিংড়া গ্রামের আঃ গফ্ফার মোল্যার বসত ঘর থেকে ১২টি বিষধর গোখরা সাপ ধরা পড়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর চিংড়া গ্রামের গফ্ফার মোল্যার স্ত্রী বসত ঘরের মধ্যে একটি বিষধর সাপ দেখতে পেয়ে সাপুড়েকে খবর দেয়।

খবর পেয়ে সাপুড়িয়া ময়েজ উদ্দিন ওই বাড়ীতে গিয়ে বিন বাঁশি বাজিয়ে একটি গর্ত থেকে ১২ টি বিষধর গোখরা সাপ ও ১৭টি সাপের ডিমের খোসা উদ্ধার করে। সাপগুলি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজনের সমাগম হয়। ধরাপড়া সাপগুলি সাপুড়িয়ার হেফাজতে রয়েছে।

ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আলী মুনসুর সাপ ধরার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির সময়ে বিষধর সাপ মাটির ঘরে আশ্রয় নেয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer