Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ডুবন্ত গাড়ি থেকে যেভাবে বেঁচে ফিরলো ৮ বছর বয়সী মেয়েটি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ২৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ডুবন্ত গাড়ি থেকে যেভাবে বেঁচে ফিরলো ৮ বছর বয়সী মেয়েটি

ক্লোয়ি (নীচে বামে) ডুবন্ত কার থেকে সাতরে বেঁচে যায়। কিন্তু ছবিতে থাকা তার মা, ভাই এবং বোন নিহত হয়।

ঢাকা : অস্ট্রেলিয়ায় ডুবে যাওয়া একটি গাড়ি থেকে বেঁচে ফেরা ৮ বছর বয়সী কন্যাশিশু তার প্রতিকূল অবস্থার সাথে লড়াইয়ের কথা বর্ণনা করেছে। ঐ দুর্ঘটনায় তার মা-সহ পরিবারের তিনজন সদস্য নিহত হয়।

ক্লোয়ি কাবিয়ালো বলে, সে তার সিটবেল্ট খুলে "বাতাসের জন্য ওপরে যাবার চেষ্টা করে" এবং "ওপরে ওঠার পর ভাসতে থাকে"।

পরিবারের নিহত সদস্যরা "সবাই অনেক ভালবাসার ছিল এবং তাদেরকে কখনোই ভুলবো না" বলে ক্লোয়ি।

দুর্ঘটনার সময় তার বাবা কারটিতে ছিল না। তিনি বলছেন, পরিবারের সদস্যদের হারিয়ে তিনি "চুরমার" হয়ে গেছেন।

নিউ সাউথ ওয়েলসের একটি শহরের কর্দমাক্ত রাস্তা থেকে পিছলে গাড়ি পার্শ্ববর্তী একটি নদীতে পড়ে গেলে ক্লোয়ির মা, বোন এবং ভাই নিহত হয়।

শুধুমাত্র ক্লোয়ি সেখান থেকে জীবিত ফেরত আসে এবং পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে বিপদের কথা জানায়।

৪৩ বছর বয়স্ক স্টেফানি কিং সন্তানদের বাঁচাতে গিয়ে মারা গেছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়েইন স্টার্লিং বলেন, "এক সন্তানকে গাড়ি থেকে বের করার চেষ্টা করতে করতে ঐ মা মারা যান"।

"মৃত্যুর সময়ও তিনি এক সন্তানকে ধরে ছিলেন। আমি নিশ্চিত যে তিনি যদি বাচ্চাদের বাঁচানোর চেষ্টা না করতেন, তাহলে এখনো বেঁচে থাকতেন"।

তবে ১১ বছর বয়সী এলা জেন এবং সাত বছর বয়সী জ্যাকবও দুর্ঘটনায় মারা যায়।
ক্লোয়ি এবং মি. কাবিয়ালোর জন্য তহবিল সংগ্রহ করছেন স্থানীয়রা।

"পরিবারটির জীবন কিছুটা সহজ করার জন্য আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা করছি" বলেন স্থানীয় একজন পুলিশ সদস্য ব্র্যাড ফস্টার।

গতবছরের মার্চে আয়ারল্যান্ডে একইধরণের এক গাড়ি দুর্ঘটনায় শুধুমাত্র চার মাস বয়সী এক শিশু বেঁচে ফিরেছিল।

ডুবন্ত গাড়ি থেকে কীভাবে বের হবেন?গাড়ি যদি ডুবতে শুরু করে, তবে যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে হবে। ফোন করার বা মালপত্র সাথে নেয়ার চেষ্টা করবেন না। কারণ, খুবই কম সময় পাওয়া যাবে।
পানিতে ডোবার আগেই জানালা খুলে ফেলুন। পানির সংস্পর্শে এসে জানালা খোলার ইলেক্ট্রিক্যাল ব্যবস্থা নষ্ট হয়ে যেতে পারে অথবা পানির চাপের কারণে জানালা নাও খুলতে পারে।

যদি তাতে কাজ না হয়, তাহলে দরজা খুলুন, সিটবেল্ট খুলুন এবং বেরিয়ে যান।
আর কোন উপায় না থাকলে তৃতীয় পদ্ধতিটি হচ্ছে, মাথা রাখার হেডরেস্টটি খুলে ফেলুন এবং সেটির ধাতব অংশ দিয়ে জানালার কাঁচের কোনায় জোরে আঘাত করুন। আশা করা যায় কাঁচটি ভেঙ্গে যাবে।

পানির নীচে গাড়ি থেকে বের হবার পর দ্রুত গাড়ির কাছ থেকে সরে যান। যদি কোনদিকে যাবেন বুঝতে না পারেন, তবে বুদবুদ কোনদিকে যাচ্ছে লক্ষ্য করুন এবং সেদিকে সাতার কাটতে থাকুন।

বিবিসি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer