Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ডিসেম্বরের শেষে এক বা একাধিক শৈত্য প্রবাহের আশঙ্কা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ৪ ডিসেম্বর ২০১৬

আপডেট: ১৬:৫৩, ৪ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

ডিসেম্বরের শেষে এক বা একাধিক শৈত্য প্রবাহের আশঙ্কা

ঢাকা : ডিসেম্বরের শেষের দিকে এক বা একাধিক শৈত্য প্রবাহের আশঙ্কা দেখছে আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি।

রোববার দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের উপ পরিচাল আবদুর রহমান।

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে স্বাভাবিক শীত থাকবে। ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। তবে জানুয়ারি বা এর পরে কি হবে তা আরও পরে সুনির্দিষ্ট করে বলা যাবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ডিসেম্বর মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা নিম্নচাপে পরিণত হতে পারে। ডিসেম্বর মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটির দীর্ঘ মেয়াদী প্রতিবেদনে জানানো হয়, নভেম্বর মাসে সারাদেশে সার্বিকভাবে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে। ঢাকা বিভাগে স্বাভাবিক এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer