Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ডিএনসিসি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ১৬ জানুয়ারি ২০১৮

আপডেট: ১৬:০৫, ১৬ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

ডিএনসিসি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ফাইল ছবি

ঢাকা : ডিএনসিসি ঘোষিত নির্বাচনী তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন রাজধানীর এক ভোটার। ভাটারার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও বেড়াইদের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মঙ্গলবার এ সংক্রান্ত দুটি রিট করেন। বুধবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত রিটের শুনানি শেষ হলে আদালত আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

উল্লেখ্য, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer