Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

নিশ্চিদ্র নিরাপত্তায় ছায়ানটে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ১৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নিশ্চিদ্র নিরাপত্তায় ছায়ানটে বর্ষবরণ

ঢাকা : নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় প্রতি বছরের মতো এবারও রাজধানীর রমনার বটমূলে বাংলা নববর্ষকে বরণে অনুষ্ঠান করছে ছায়ানট।

শুক্রবার ভোর সোয়া ৬টায় রাজপুর চৌধুরী সরোদ বাদনে শুরু হয় বর্ষরবরণের আনুষ্ঠানিকতা। 
এরপর সমবেত কণ্ঠে ‘আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও’ গানে গানে বাংলা নতুন বছরকে বরণ করে ছায়ানট।

ছায়ানটের এ আয়োজনের এবার পঞ্চাশ বছর পূর্তি। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য- ‘আনন্দ, বাঙালির আত্মপরিচয়ের সন্ধান ও অসাম্প্রদায়িকতা’। অনুষ্ঠানের শুরুতে এ বিষয়ের ওপর ছায়ানট সভাপতি ড. সন্জীদা খাতুন কথা বলেন। 

আয়োজনে দেড় শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন। সরোদ বাদন শেষে পঞ্চকবির গান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়সহ অন্যদের কালজয়ী সব গান পরিবেশিত হচ্ছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer