Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ডাকসু নির্বাচন প্রশ্নে হাইকোর্টের রুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৯, ১৯ মার্চ ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ডাকসু নির্বাচন প্রশ্নে হাইকোর্টের রুল

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

একইসঙ্গে গত ২৬ বছর ধরে ডাকসু নির্বাচন না করার ব্যর্থতা ও নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার, ট্রেজারার ও প্রক্টরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুরসহ তিনজন এই নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনাতে হাইকোর্টে রিট করেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer