Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ডাক টিকিট, স্মারক খাম ও ডাটা কার্ড উন্মোচন প্রধানমন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৩, ২২ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ডাক টিকিট, স্মারক খাম ও ডাটা কার্ড উন্মোচন প্রধানমন্ত্রীর

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৮ উপলক্ষে ডাক টিকিট, স্মারক খাম ও ডাটা কার্ড উন্মোচন করেছেন।

প্রধানমন্ত্রী সোমবার সকালে তাঁর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় ১০ টাকার ডাক টিকিট, ১০ টাকার স্মারক খাম ও ৫ টাকার ডাটা কার্ড উন্মোচন করেন।

এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআরডি) সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেইন ভূঁইয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার এবং ডাক মহা-পরিচালক সুশান্ত কুমার মন্ডল অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোমবার থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে এই টিকিট, স্মারক খাম ও ডাটা কার্ড বিক্রি হচ্ছে। পরে দেশের অন্যান্য জিপিও ও হেড পোস্ট অফিসেও এগুলো পাওয়া যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer