Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ড. হুমায়ুন কবীরের উপন্যাস ‘নরসুন্দার বাঁকে’র মোড়ক উন্মোচন

সজীব আহমেদ

প্রকাশিত: ০০:২১, ১ মার্চ ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ড. হুমায়ুন কবীরের উপন্যাস ‘নরসুন্দার বাঁকে’র মোড়ক উন্মোচন

ছবি: বহুমাত্রিক.কম

ত্রিশাল, ময়মনসিংহ : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর এর “নরসুন্দার বাঁকে” উপন্যাসটি একুশে বই মেলার শেষদিনে মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কক্ষে এ উপন্যাসটির মোড়ক উন্মোচিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক এ এম এম শামসুর রহমান সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

উপন্যাসটিতে কিশোরগঞ্জ এলাকাজুড়ে বয়ে চলা নরসুন্দা নদীর আশেপাশে বেড়েউঠা এক তরুণের মুক্তিযুদ্ধের প্রগতিশীল চেতনায় দীক্ষিত হয়ে রোমাঞ্চকর কাহিনী আবর্তিত হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer