Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ঠাকুরগাঁওয়ে পেয়াজের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা

নাহিদ রেজা, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ৩০ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঠাকুরগাঁওয়ে পেয়াজের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা

ছবি : বহুমাত্রিক.কম

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে প্রতিনিদিই বাড়ছে পেয়াজের দাম। ভারত থেকে আসা পেয়াঁজের সরবরাহ কম থাকায় বাজারের উর্ধগতি বলে জানান ব্যবসায়ীরা। এ অবস্থায় ক্রেতারা পরেছে বিপাকে।

শহরের গোবিন্দনগড় এলাকায় সমবায় সমিতির সবচেয়ে বড় পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, দেশী পেয়াজ ৫২ টাকা, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য হাইব্রিড জাতের পেয়াজ ৪৫-৪৬ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে এসব পেয়াজ কেজিকে ৫-৮ টাকা বাড়িয়ে তা বিক্রী হচ্ছে।

গত সপ্তাহে দেশী পেয়াজ ৪৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ৩৮ টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য হাইব্রিড জাতের পেয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৮-১০ টাকা পর্যন্ত পেয়াঁজের দাম রেড়েছে।

শহরের জমিদারপাড়ার সাইফুল ইসলাম, জহিরুল ইসলামসহ ক্রেতাদের অভিযোগ এভাবে পেয়াজের দাম বৃদ্ধি পেলে আয়ের থেকে ব্যয় বেশি করতে হবে, পরতে হবে বিপাকে। এ অবস্থায় সরকারিভাবে পদক্ষেপের দাবি জানান তারা।

এ বিষয়ে সমবায় সমিতির পাইকারি বাজারের ব্যবসায়ী জুয়েল, শহিদুল ইসলাম, জাহিদুর রহমান জানান, ১ মাস ধরে আশানুরুপ ভারতীয় পেয়াজের আমদানি নেই বলেই দিন দিন পেয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে আমাদানি বাড়লে পেয়াজের দাম কমে আসবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer