Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ট্রেনের যাত্রীদের ঈদযাত্রা শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ২১ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ট্রেনের যাত্রীদের ঈদযাত্রা শুরু

ঢাকা : ঈদ উপলক্ষে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে ট্রেনের যাত্রীরা। ঈদের ৯ দিন আগে যারা ট্রেনের অগ্রিম টিকেট নিয়েছিলেন, বুধবার তাদের ঈদযাত্রা শুরু হয়েছে।

প্রথম দিন হওয়ায় তেমন ভিড় নেই। টিকিটের জন্যও কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না।

ট্রেনে যাত্রীদের চাপ কম। তবে দাঁড়িয়ে যাওয়ার যাত্রী অন্য দিনের চেয়ে একটু বেশি। ট্রেনগুলো যথা সময় স্টেশন ছেড়ে যাচ্ছে। সকাল ৬টা ৩৫ মিনিটে সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে পারাবত এক্সপ্রেস; চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ছেড়েছে সকাল ৭টায়।

এগারসিন্ধুর ৭টা ১৫ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্যে, তিস্তা ৭টা ৩১ মিনিটে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশে, মহানগর প্রভাতি ৭টা ৪৮ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে আর নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় চিলাহটির উদ্দেশে ছেড়ে যায়।

তবে রংপুর একপ্রেস সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কমলাপুরে আসতে দেরি হওয়ায় এবং একটি বগি পরিবর্তনের প্রয়োজন হওয়ায় ঘণ্টাখানেক বিলম্বিত হয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer