Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ট্রানজিট ও পোর্ট সুবিধার বিনিময়ে কী পেয়েছি, প্রশ্ন ফখরুলের

গাইবান্ধা সংবাদদাতা

প্রকাশিত: ২২:০১, ১৮ মার্চ ২০১৭

আপডেট: ২২:০৮, ১৮ মার্চ ২০১৭

প্রিন্ট:

ট্রানজিট ও পোর্ট সুবিধার বিনিময়ে কী পেয়েছি, প্রশ্ন ফখরুলের

গাইবান্ধা : বর্তমান সরকারের সময়ে ভারতের সঙ্গে ট্রানজিট ও পোর্ট সুবিধা প্রদানের বিষয়ে প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিনিময়ে আমরা কী পেয়েছি?

গাইবান্ধায় শনিবার স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে ট্রানজিট, পোর্ট যাতায়াত সুবিধা দিয়েছেন কিন্তু বিনিময়ে আমরা কী পেয়েছি? ব্যবসা-বাণিজ্যের সমতা আসেনি। আমরা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে তা দেশের স্বার্থরক্ষা করে সমতার ভিত্তিতে হতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ভারতের সীমান্ত রক্ষী বাহিনী নির্বিচারে সীমান্ত এলাকায় বাংলাদেশের মানুষকে হত্যা করছে। আমরা এসবেরও সমাধান চাই। তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টনে সমঅধিকারও চাই।’ 

বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নিরপেক্ষতার বিষয়ে তিনি বলেন, ‘তাঁর নেতৃত্বে এ নির্বাচন কমিশন শুধু আওয়ামী লীগের প্রেসক্রিপশনই বাস্তবায়ন করবেন। কেননা, প্রধান নির্বাচন কমিশনার ছাত্রজীবনে ছিলেন ছাত্রলীগ নেতা।’

মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হলেও প্রকৃত পক্ষে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের আত্মীয়-স্বজনদের।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer