Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ট্যানারি মালিকদের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিছিন্নের হুঁশিয়ারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ১৬ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ট্যানারি মালিকদের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিছিন্নের হুঁশিয়ারি

ঢাকা : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সকল ট্যানারি সাভারের স্থানান্তর করা হবে।

তিনি রোববার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরী ট্যানারি পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বরের মধ্যে যে সকল ট্যানারি সাভারে স্থানান্তর না করবে তা হলে পহেলা জানুয়ারি থেকে ওই সকল ট্যানারীর গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেবে সরকার।

শিল্পমন্ত্রী জানান, হেমায়েতপুরে এ সকল ট্যানারি স্থানান্তরে মালিকরাও একমত হয়েছেন। পরে মন্ত্রী চামড়া শিল্প নগরী ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন।

শিল্প সচিব মোশারফ হোসেন ভুইয়াসহ বিভিন্ন সংস্থার মালিকরা এ সময় উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer