Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

টোকিওতে তুষারপাত : জনজীবন বিপর্যস্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৩, ২৪ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

টোকিওতে তুষারপাত : জনজীবন বিপর্যস্ত

ঢাকা : জাপানের রাজধানী টোকিও মঙ্গলবার ঘন তুষারপাতে ঢাকা পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে হাজার হাজার ভ্রমণকারী আটকা পড়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

জাপানের আবহাওয়া বিভাগ টোকিওর কোন কোন এলাকায় ২৩ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করেছে। ২০১৪ সালের পর থেকে এটাই সবচেয়ে বেশি তুষারপাতের ঘটনা।

সোমবার সন্ধ্যায় তুষারপাতের কারণে গণপরিবহনগুলো অচল হয়ে পড়ে। পুরু বরফ থাকায় এগুলো রাস্তায় আটকা পড়ে। ফলে অফিস ফেরত মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

সরকারি টিভি চ্যানেল এনএইচকে জানিয়েছে, অন্তত ১৮০ জন বরফাবৃত রাস্তায় চলতে গিয়ে সামান্য আহত হয়েছে এবং ৭শ’র মতো সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

তুষারপাতের কারণে টানা দ্বিতীয় দিনের মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট টোকিওর বিমানবন্দরে আসতে পারেনি বা সেখান থেকে ছেড়ে যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে নারিতা বিমানবন্দরে নয় হাজারের বেশি লোক রাতের বেলা আটকা পড়ে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer