Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

টেস্ট অধিনায়ক সাকিব, সহঅধিনায়ক মাহমুদুল্লাহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ১০ ডিসেম্বর ২০১৭

আপডেট: ২২:৩০, ১০ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

টেস্ট অধিনায়ক সাকিব, সহঅধিনায়ক মাহমুদুল্লাহ

ঢাকা :  মুশফিককে সরিয়ে সাকিব আল হাসানকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পান মাহমুদুল্লাহ রিয়াদ।

রোববার বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেন। মিটিং শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের টেস্ট অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গত কয়েক মাস ধরে তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। মুশফিক টেস্টে, মাশরাফি ওয়ানডে এবং সাকিব ছিলেন টি-টোয়েন্টি দলের দায়িত্বে।

তবে এবার অধিনায়কের সংখ্যা কমে দুয়ে নেমে আসল। টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন সাকিব।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer