Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

টানেল নির্মাণে চূড়ান্ত কনসালটেন্ট অর্গানাইজেশন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৫, ১৯ অক্টোবর ২০১৬

আপডেট: ২০:৩৩, ১৯ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

টানেল নির্মাণে চূড়ান্ত কনসালটেন্ট অর্গানাইজেশন

ছবি-পিআইডি

ঢাকা : কর্ণফুলী রিভার টানেলের নির্মাণ কাজ দেখাশোনা এবং ডিজাইন পর্যালোচনার জন্য আজ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।সেতু ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ সময় উপস্থিত ছিলেন।

একজন সরকারি কর্মকর্তা একথা জানান।

গত ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চট্টগ্রামে কর্ণফুলী রিভার টানেল এবং চায়নিজ স্পেশাল ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার পর রাজধানীতে প্রধানমন্ত্রীর অফিসে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই দুই প্রকল্পে অর্থায়ন করছে চীন। মোট ব্যয় হবে ৩৬০০০ কোটি টাকা। এর মধ্যে টানেল নির্মাণে ব্যয় হবে ২০,০০০ কোটি টাকা এবং ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নির্মাণে ব্যয় হবে ১৬,০০০ কোটি টাকা।

দুই প্রকল্পের নির্মাণ কাজ ২০১৭ সালে শুরু হয়ে ২০২০ সালে শেষ হবে বলে এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন।

২০১৪ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় টানেল নির্মাণের জন্য দুই দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer