Bahumatrik Logo
২০ অগ্রাহায়ণ ১৪২৩, রবিবার ০৪ ডিসেম্বর ২০১৬, ৪:১৪ অপরাহ্ণ

টাকার বিনিময়ে রাত কাটাতাম: আলিশা খান


১৬ জুন ২০১৬ বৃহস্পতিবার, ১০:২০  এএম

বহুমাত্রিক ডেস্ক


টাকার বিনিময়ে রাত কাটাতাম: আলিশা খান

ঢাকা : কেরিয়ারের শুরুর দিকে টাকার বিনিময়ে যৌনতায় অভ্যস্ত ছিলেন বলে কিছুদিন আগেই খোলামেলা জানিয়েছিলেন শার্লিন চোপড়া। এবার আরও এক অভিনেত্রীর স্বীকারোক্তি।

জানালেন, `টাকার বিনিময়ে রাত কাটাতাম। তাদের সঙ্গে রাত কাটানোর জন্য লোকেরা আমায় টাকা দিত।`

আলিশা খান। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটা খবর। `পয়সার অভাবে ফুটপাথে থাকছেন অভিনেত্রী`। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই একথা জানান তিনি। এ

কটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এক্স-বয়ফ্রেন্ড তাঁর একটি MMS অনলাইনে ছড়িয়ে দেওয়ার পর পরিবার তাঁকে অস্বীকার করে। তখন হাতে কোনও টাকা ছিল না। টাকার জন্য তিনি তাঁর গলার সোনার হার, হাতের আংটি, ফোন সবকিছু বেচে দিয়েছেন। আরও বলেন, `টাকার বিনিময়ে রাত কাটাতেও রাজি হয়েছি।`

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।