Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

টাকার জন্য অপহরণ করা হয়ে থাকতে পারে : সিজারের বোন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ২২ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

টাকার জন্য অপহরণ করা হয়ে থাকতে পারে : সিজারের বোন

ঢাকা : এবার ঘরে ফিরেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান।

নিখোঁজ হওয়ার দেড় মাস পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকার বনশ্রী এলাকায় তাদের বাসায় ফেরেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মি. হাসানের বোন তামান্না তাসমিন জানিয়েছেন, তাঁর ভাই বিশ্রামে আছেন। তিনি ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত।

তিনি আরো বলেন, ভাইয়ের সাথে কথা বলে তিনি এমন ধারণা পেয়েছেন যে তাকে টাকার জন্য অপহরণ করা হয়ে থাকতে পারে।

মি. হাসান তাঁর পরিচিতজনদের কাছে সিজার নামে পরিচিত।

গত এক বছর যাবত বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে `পলিটিকাল সায়েন্স এন্ড সোশিওলজি` বিভাগে শিক্ষকতা করছিলেন মি. হাসান।

তাঁর পিএইচডি গবেষণার বিষয় ছিল বাংলাদেশের রাজনীতিতে ইসলামের প্রভটাতাঁর ফেরার ঠিক দুদিন আগে আরেক নিখোঁজ সাংবাদিক উৎপল দাস বাড়িতে ফেরেন।

তিনিও দুমাস ধরে নিখোঁজ ছিলেন।

-বিবিসি বাংলা

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer