Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

টাইম ম্যাগাজিনে প্রভাবশালীদের তালিকায় শিশু বানা আলাবেড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৭, ২৮ জুন ২০১৭

আপডেট: ২২:০৩, ২৮ জুন ২০১৭

প্রিন্ট:

টাইম ম্যাগাজিনে প্রভাবশালীদের তালিকায় শিশু বানা আলাবেড

ঢাকা : টাইম ম্যাগাজিনের বিচারে ইন্টারনেট বিশ্বে প্রভাবশালীদের শীর্ষ ২৫ জনের তালিকায় জায়গা করে নিয়েছে ৮ বছর বয়সী সিরিয়ার অভিবাসী শিশু বানা আলাবেড।

সে ছাড়াও ওই তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গায়িকা কেটি পেরি, হ্যারি পটারের স্রষ্টা জেকে রাউলিং প্রমুখ।

যুদ্ধ বিদ্ধস্ত সিরিয়ার কঠিন বাস্তবতা টুইটার লাইভের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরে আট বছরের এই শিশু। বর্তমানে বানা তার পরিবারের সঙ্গে তুরস্কে বসবাস করছে। তার লাইভ দেখেই পূর্ব আলেপ্পোর ভয়ঙ্কর পরিস্থিতি সবার নজরে আসে। বানা যে টুইটার অ্যাকাউন্ট থেকে এই লাইভ প্রচার করতো তার অনুসারীর সংখ্যা সাড়ে তিন লাখেরও বেশি।

আলেপ্পোর সেই ভয়াবহতা তুলে ধরেই নিজেকে অত্যন্ত প্রভাবশালীদের তালিকায় নিয়ে আসে বানা। যার স্বীকৃতি স্বরূপ টাইম ম্যাগাজিনের `টপ 25 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অন ইন্টারনেট` তালিকায় স্থান পেয়েছে বানা আলাবেড।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer