Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ঝুঁকিপূর্ণ কাজে চা নারী শ্রমিক : জীবনমান উন্নয়নের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ৬ মার্চ ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঝুঁকিপূর্ণ কাজে চা নারী শ্রমিক : জীবনমান উন্নয়নের দাবি

ছবি: বহুমাত্রিক.কম

মৌলভীবাজার : আন্তর্জাতিক নারী দিবস-২০১৭কে সামনে রেখে চা বাগান সমূহের অবহেলিত নারী শ্রমিকদের জীবনমান উন্নয়নের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে “চা শ্রমিক নারীদের বর্তমান অবস্থা ও ভবিষ্যত করনীয়” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাগরণ যুব ফোরামের উদ্যোগে রোববার শমশেরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠন জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস লিখিত মূল প্রবন্ধ পাঠ করেন। বক্তব্য রাখেন, চা শ্রমিক নারী ফোরামের আহ্বায়ক লছমী রানী রাজভর, রাজ কুমার রবিদাস, রনজিৎ রবিদাস, গোপাল মাদ্রাজী, সনাতন লোহার, মিলা চাষা প্রমুখ।

সম্মেলনে লিখিত প্রবন্ধে উল্লেখ করা হয়, দেশের উন্নয়নে অন্যান্য শিল্পের মত চা শিল্পও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যান্য শিল্পে নারী শ্রমিকরা একটি নির্দিষ্ট স্থানে নিরাপত্তা বেষ্টনির মাঝে কাজ করে থাকে।

চা শিল্পে নারী চা শ্রমিকরা ভোর থেকে বিকাল পর্যন্ত উঁচু নিচু পাহাড়ি টিলা এলাকায় রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে ঝড় তুফান মাথায় নিয়ে কাজ করছে। পাহাড়ি এলাকায় হিং¯্র বন্যপ্রাণি, বিষাক্ত সাপও কীট পতঙ্গের সাথে ঝুঁকিপূর্ণ অবস্থায় নারী চা শ্রমিকরা কাজ করছে। কাজের ক্ষেত্রে নারী চা শ্রমিকদের তেমন নিরাপত্তা নেই।

নেই থাকার মত ভাল বাসস্থান, স্যানিটেশন ব্যবস্থা। একটি ছোট ঘরে পরিবার সদস্যদের নিয়ে বসবাস করতে হয়। নেই উন্নত সিকিৎসা সেবা। আন্তর্জাতিক নারী দিবস-২০১৭কে সামনে রেখে নারী চা শ্রমিকদের অধিকারভুক্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদানের দাবি জানিয়ে জাগরণ যুব ফোরাম সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer