Bahumatrik Logo
২০ অগ্রাহায়ণ ১৪২৩, রবিবার ০৪ ডিসেম্বর ২০১৬, ৪:১২ অপরাহ্ণ

ঝিনাইদহে ২৮ নিখোঁজের পর তালিকায় এবার নতুন নাম


০৬ জুন ২০১৬ সোমবার, ০২:০০  এএম

ঝিনাইদহ প্রতিনিধি

বহুমাত্রিক.কম


ঝিনাইদহে ২৮ নিখোঁজের পর তালিকায় এবার নতুন নাম

ঝিনাইদহ : 

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় খড়িখালী গ্রামের আব্দুল গনির ছেলে রাজু (২০) নামের একজন যুবক স্থানীয় খড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন করিমের চায়ের দোকানে বন্ধুদের নিয়ে কেরাম বোর্ড খেলছিল।

এমন সময় একটি মাইক্রোবাসে এসে ৭/৮ জন লোক এসে প্রশাসনের পরিচয় দিয়ে রাজুর কলার ধরে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এই সময়ে লোক জন বাধা দিতে গেলে পিস্তল প্রদর্শন করলে ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। পরে রাজুর স্বজনেরা ঝিনাইদহ ডিবি অফিস ও সদর থানা কে জানিয়েছে। কিন্তু তারা কোন খোঁজ দিতে পারে নাই। রাজু একজন ভ্যান চালক। তাহার নামে থানায় কোন মামলা নেই।

এলাকাবাসী জানিয়েছেন, হরিপুর গ্রামের শফিক দফাদারের ছেলে বকুল তাকে খোঁজে বেড়াচ্ছিল। তাকে তুলে নিয়ে যাওয়ার আগে সেখানে বকুলের উপস্থিত লক্ষ করা গেছে। ইতিমধ্যে বকুল গাঁ ঢাকা দিয়াছে।

এই ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান হাসান বলেন, যে রাজুর বাবা মা আমাদের থানায় এসেছিল । তাকে বলেছি আমাদের প্রশাসনের লোক কেউ তাকে গ্রেপ্তার করে নাই। অন্য কেউ তাকে উঠেয়ে নিয়ে যেতে পারে । আমি তাদের থানায় নিখোঁজ ডায়েরি করতে বলেছি ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।