Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ঝিনাইদহে বিজয় মেলায় বাউল গানে মুগ্ধ দর্শক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩৭, ২৬ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঝিনাইদহে বিজয় মেলায় বাউল গানে মুগ্ধ দর্শক

ছবি: বহুমাত্রিক.কম

ঝিনাইদহ : ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্তরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় মেলায় বাউল গান গেয়ে মাতিয়ে গেলেন জেলা বাউল সমিতির নিয়মিত শিল্পীরা।

জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশার নির্দেশনায় ও পরিচালনায় শনিবার সন্ধ্যারাত হতে মধ্যরাত পর্যন্ত অর্ধশত শিল্পীর পরিবেশনা মুগ্ধ করে হাজারো দর্শকদের।

জেলা বাউল সমিতির সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা জানান, সমিতির শিল্পীদের নিজের লেখা গান, দেশবরণ্য শিল্পী লালন শাহ, পাগলা খানাই, শাহ আব্দুল করিম, বিজয় সরকার, আকুল দাস শিল্পীদের গান সহ ভাটিআলী, মোর্শেদী, ভাওইয়া গান গায় খুলনা বেতারের নিয়মিত শিল্পী শরিফুল বয়াতী, জামিরুল বয়াতী, গাজী বাউল, মিস লিটন, মতলেব ফকির, বিমল দাস, মিনারা পারভীন নিনি, নাসিমা পারভীন, শাহ আলম, বিপুল, কুদ্দুস বয়াতী, সহ অর্ধশতাধিক শিল্পী।

সাংস্কৃতিক অনুষ্টানের আগে বিজয় মেলায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি। জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদার আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer