Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ঝিনাইদহে চাকরি স্থায়ীকরণের দাবি মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৪, ২৩ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঝিনাইদহে চাকরি স্থায়ীকরণের দাবি মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের

ছবি: বহুমাত্রিক.কম

ঝিনাইদহ: চাকরি স্থায়ীকরণসহ ৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সিমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে।

শুক্রবার বিদ্যুৎ অফিসের সামনে তারা এ কর্মসূচি পালন করে। শুরুতে কর্মবিরতি করে অফিস কার্যালয়ে বিক্ষোভ শুরু করেন। তারা অফিসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে অফিসের মেইন গেটে অবস্থান ধর্মঘট পালন করে।

সমাবেশে মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর কবীর, দেলোয়ার হোসেন, আইয়ুব আলী, ওবাইদুর রহমান, কামরুল ইসলাম ও মাহবুব হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার বা ম্যাসেঞ্জার পদে আমরা চুক্তিভিত্তিক কর্মরত আছি। বিদ্যুতের অর্থবিভাগের গুরুত্বপূর্ণ কাজ গ্রাহকসেবা আমরা নিশ্চিত করি। রোদ, বৃষ্টি, ঝড়ের মধ্যে মিটারের রিডিং নিয়ে গ্রাহকদের বিল বিতরণ করি। ফলে, পল্লী বিদ্যুৎ থেকে প্রচুর অর্থ উপার্জন ও রাজস্ব অর্জন করে সরকার। কিন্তু পরিতাপের বিষয়, এতো কষ্টের পরেও আমরা কেবলই পল্লী বিদ্যুৎ সিস্টেমের চুক্তিভিত্তিক কর্মচারী।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer