Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ঝালকাঠিতে কৃষক হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৭, ২৪ মে ২০১৭

আপডেট: ২২:০৮, ২৪ মে ২০১৭

প্রিন্ট:

ঝালকাঠিতে কৃষক হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের কৃষক আব্দুল রব হাওলাদারকে অপহরণের পরে হত্যার দায়ে চার আসামির যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান গতকাল বুধবার দুপুরে এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন-দক্ষিণ তারাবুনিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে শহীদ হাওলাদার, একই গ্রামের মৃত. রাখাল কাপালির ছেলে পরেশ কাপালি, উত্তর তারাবুনিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে সাইদুর রহমান ও মজিবুর রহমান। এদের মধ্যে মজিবুর রহমান পলাতক রয়েছে। মামলার সুত্রে জানা যায়,

২০১০ সালের ৮ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে আসামিরা বাড়ি থেকে আব্দুল রবকে ডেকে নিয়ে যায়। এর পরে তার খোঁজ না পেয়ে স্ত্রী ময়না বেগম ১৩ অক্টোবর রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

পরে ২২ অক্টোবর উত্তর তারাবুনিয়া গ্রামের ধান ক্ষেতের মধ্যে একটি মজা পুকুর থেকে আব্দুল রবের মস্তক বিহীন লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই নিহতের স্ত্রী ময়না বেগম বাদি হয়ে রাজাপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ২০১২ সালের ২৬ এপ্রিল পুলিশ চারজনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer