Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের মূল্য ২৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১০, ২০ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের মূল্য ২৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস

ঢাকা : পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলো (ওপেক) দীর্ঘদিন পরে উৎপাদন সীমিত করার প্রস্তুতি নেয়ায় অশোধিত জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি বেড়ে ২০১৭ সালে ৫৫ ডলার দাঁড়াবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে। জুলাইয়ে দেয়া প্রতিবেদনে এই মূল্য ধরা হয়েছিল ৫৩ ডলার।

বিশ্বব্যাংকের সর্বশেষ কমোডিটি মার্কেট আউটলুকে বলা হয়, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লার মূল্য আগামী বছর লাফিয়ে ২৫ শতাংশ বেড়ে যেতে পারে। জুলাইয়ের রিপোর্টের চেয়ে সংশোধিত প্রতিবেদনে এই ব্যাপক মূল্য বৃদ্ধির আভাস দেয়া হয়েছে। অশোধিত তেলের মূল্য ২০১৬ সালে গড়ে ব্যারেল প্রতি ছিল ৪৩ ডলার।

কমোডিটি মার্কেট আউটলুকের সিনিয়র অর্থনীতিবিদ এবং লিড অথার জন বাফেজ বলেন, আমরা ধারণা করছি- আগামী বছর অশোধিত তেলের মূল্য বৃদ্ধি জ্বালানি মূল্য বাড়িয়ে দেবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer