Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

জোট গড়বে জাপা : এরশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ১৯:৪২, ২০ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

জোট গড়বে জাপা  : এরশাদ

রংপুর : আওয়ামী লীগ, বিএনপির মতো জাতীয় পার্টিও (জাপা) একটি জোট গড়ার জন্য আলাপ-আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি জানান, সেই জোটের ভিত্তিতেই তিনি আগামীতে নির্বাচনে অংশ নেবেন।

সোমবার সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ তিনদিনের সফরে রংপুর এসেছেন। পরে দুপুরে পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরশাদ।

জোট গঠনের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ একভাবে নির্বাচন করবে, বিএনপি একভাবে নির্বাচন করবে আর আমি একভাবে নির্বাচন করব। আমার সঙ্গে যদি কয়েকটি দল আসে তাতে ক্ষতি তো কিছু নেই। ২০ দল, ১৪ দল আছে, আমারও এ রকম একটা জোট হবে। অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছে। আমি এখনো কোনো ঘোষণা দেইনি। যাদের যোগ্য মনে করব, তাদেরকে সঙ্গে নেব।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘বিএনপি নির্বাচনে আসতে বাধ্য। নির্বাচন না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে, দল হিসেবে থাকবে না। যত কথাই তারা বলুক, নির্বাচনে আসতে তারা বাধ্য।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer