Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

জেরুজালেম থেকে মেটাল ডিটেক্টর সরাচ্ছে ইসরাইল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ২৫ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জেরুজালেম থেকে মেটাল ডিটেক্টর সরাচ্ছে ইসরাইল

ঢাকা : পবিত্র নগরী জেরুজালেম থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে ফেলছে ইসরাইল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভায় মঙ্গলবারের ভোটের পর নগরীর এই পবিত্র স্থান থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে ফেলা হচ্ছে। এখন থেকে সেখানে নজরদারির কড়াকড়ি হ্রাস করা হবে।

গত ১৪ জুলাই পবিত্র স্থানটিতে ইসরাইলী দুই পুলিশকে হত্যা করার পর সেখানে উত্তেজনা বেড়ে যায়।
স্থানটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট ও মুসলিমদের কাছে হারাম আল-শরীফ হিসেবে পরিচিত।
জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এর আগে প্রাচীন পরিত্র নগরীটিতে উত্তেজনা ‘বিপজ্জনকভাবে’ বেড়ে যাচ্ছে বলে সতর্ক করেন।

নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদ মেটাল ডিটেক্টরের পরিবর্তে উন্নত প্রযুক্তি ও অন্যান্য পদ্ধতির ওপর ভিত্তি করে নিরাপত্তা নজরদারির জন্য নিরাপত্তা সংস্থাগুলোর সুপারিশ মঞ্জুর করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, নতুন নিরাপত্তা সরঞ্জামাদি ও অতিরিক্ত পুলিশ কর্মকর্তা মোতায়েন বাবদ প্রায় ২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বরাদ্দ দেয়া হয়েছে।

এর আগে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছিল, মেটার ডিটেক্টর স্থাপনের প্রয়োজন রয়েছে। কারণ বন্দুকধারীরা পবিত্র স্থানটিতে অস্ত্র পাচার করে।কিন্তু তাদের এ সিদ্ধান্তে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা দেখা দেয়।

গত শুক্রবার পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে কয়েক হাজার লোক বিক্ষোভ করে। এ সময় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে তিন ফিলিস্তিনী নিহত হয়েছে।

এই রক্তপাতের পর একই দিন ফিলিস্তিনীরা তিন ইসরাইলি বেসামরিক লোককে ছুরিকাঘাতে হত্যা করে ও এতে আরো একজন আহত হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer