Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

‘জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্ত হবে আত্মঘাতী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৮, ২৬ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের সিদ্ধান্ত হবে আত্মঘাতী’

ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘গণমাধ্যম ও আমাদের নিজস্ব সূত্রে জানতে পেরেছি জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক বাতিলের জন্য মন্ত্রিসভার কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। সরকারের মন্ত্রিসভা কমিটির এ সিদ্ধান্ত আত্মঘাতী ও দুর্ভাগ্যজনক।’

বিএনপির মহাসচিব বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন। স্বাধীনতা পরবর্তী সরকার তাঁর অবদানের জন্য তাঁকে বীর উত্তম খেতাব দিয়েছে।’

ফখরুল বলেন, ‘আমরা মোটামুটি জেনেছি, মন্ত্রিসভা কমিটিতে এমনই সিদ্ধান্ত হয়েছে। সরকারের এ ধরনের সিদ্ধান্তে গোটা জাতি বিস্মিত ও উদ্বিগ্ন। স্বাধীনতা পদক প্রবর্তন করেন জিয়াউর রহমান। আজকে যারা গায়ের জোরে নোংরাভাবে জিয়াউর রহমানের কীর্তি মুছতে চাইছেন, তাঁরাই একদিন মুছে যেতে পারেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer