Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

জিসিসি প্রায় এক লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮, ২ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জিসিসি প্রায় এক লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াবে

গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) প্রায় এক লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াবে। সোমবার জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জিসিস সচিব খ ম খবিরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ সুবোদ কুমার কুন্ড, সিভিল সার্জন ডাঃ সৈয়দ মঞ্জুরুল হক, সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাঃ রহমত উল্লাহ, সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম, কালিমুল্লাহ ইকবাল, হাসান মামুন প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে জিসিসি’র দুইটি জোনে ২৭টি ওয়ার্ডে ২৫৯ টি কেন্দ্রে ৯৫ হাজার ৭১২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ১৪৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮৪ হাজার ৫৬৪ জন শিশু রয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer