Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

জিকার আশঙ্কায় গর্ভধারণ এড়িয়ে চলছেন ব্রাজিলের নারীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২১, ২৩ ডিসেম্বর ২০১৬

আপডেট: ২১:৫০, ২৩ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

জিকার আশঙ্কায় গর্ভধারণ এড়িয়ে চলছেন ব্রাজিলের নারীরা

ঢাকা : জিকার ভাইরাসের আশঙ্কায় ব্রাজিলের অর্ধেকের বেশি নারী গর্ভধারণ এড়িয়ে চলছে। শুক্রবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে।

জুন মাসে ১৮ থেকে ৩৯ বছর বয়সী দুই হাজারের বেশি নারীর ওপর এক জরিপ চালানো হয়।
তারা জানায়, জিকা ভাইরাসের আশঙ্কায় তারা গর্ভধারণ এড়িয়ে চলছে অথবা এড়িয়ে চলার চেষ্টা চালাচ্ছেন।

স্বাস্থ্য বিষয়ক পত্রিকা বিএমজে জরিপটি প্রকাশ করে। ১৬ শতাংশ নারী জানিয়েছে, তাদের গর্ভধারণের কোন পরিকল্পনা নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও) জানিয়েছে, বিশ্বের ১৫ লাখ মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের অধিকাংশই ব্রাজিলের বাসিন্দা। গত বছর থেকে এ পর্যন্ত ১ হাজার ৬শ’ শিশু মাইক্রোসেফ্যালিতে আক্রান্ত হয়েছে। এতে নবজাতক শিশুরা অস্বাভাবিক ছোট ও অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নিচ্ছে।

ডব্লিউএইচও জিকার ব্যাপারে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য ব্যবস্থা ঘোষণা তুলে নিয়েছে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এটা ঘোষণা দেয়া হয়েছিল।

ব্রাজিল দেশটিতে জিকা সংক্রান্ত সতর্কতা সংকেত হ্রাস করতে অস্বীকৃতি জানিয়েছে। দেশটির কয়েকজন বিশেষজ্ঞ ডব্লিউএইচও’র এই সিদ্ধান্তের সমালোচনা করেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer