Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

জাবি প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি : প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ১৪ নভেম্বর ২০১৭

আপডেট: ১৬:৪১, ১৪ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

জাবি প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি : প্রতিবাদে মানববন্ধন

ছবি : বহুমাত্রিক.কম

সাভার : প্রশাসনিক পদে রদবদলের দাবি জানিয়ে একটি বেনামি চিঠির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে তার প্রশাসনিক ভবন উড়িয়ে প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মানববন্ধন থেকে এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবিলম্বে ওই হুমকি দাতাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে।

গত বুধবার একটি টাইপ করা উড়ো চিঠির মাধ্যমে আগামী ৫ থেকে ৯ তারিখের মধ্যে প্রশাসনে রদবদল করার কথা বলা হয়। রদবদল না করলে বোমা মেরে রেজিষ্ট্রার ভবন উড়িয়ে দেয়া হবে।

এর পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানায় জিডি করেন বিশ^বিদ্যালয় প্রশাসন। গত বুধবার থেকেই বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer