Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

জাপান কাঠের তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জাপান কাঠের তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করবে

ঢাকা : সবচেয়ে উঁচু ভবনের নির্মাণের পরিকল্পনা করছে জাপানের একটি কোম্পানি। যা উদ্বোধন করা হবে ২০৪১ সালে। গগনচুম্বী এই ভবন নির্মাণ করতে যাচ্ছে `সুমিতোমো ফরেস্ট্রি` নামের নির্মাতা প্রতিষ্ঠান।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কাঠের ভবনটি হবে ৭০ তলা বিশিষ্ট। কাঠের পাশাপাশি ভবন তৈরিতে ইস্পাতেরও ব্যবহার করা হবে।

পর্যটকদের সুবিধার কথা ভেবে এতে অত্যাধুনিক সব প্রযুক্তি সংযুক্ত করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এছাড়া সূর্যের তাপ রক্ষায় বিশেষ ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়।

ভবনটি নির্মাণে সাড়ে ৫০০ কোটি ডলারের বেশি খরচ হবে। তবে এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তারা বলছেন, ভূমিকম্প কিংবা অগ্নিসংযোগের মতো দুর্যোগে এটি ধ্বংসের আশঙ্কা খুব বেশি থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer