Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের চাকুরি বদলীযোগ্য না করার দাবি

যুগ্ম সম্পাদক

প্রকাশিত: ২২:৩১, ১৭ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের চাকুরি বদলীযোগ্য না করার দাবি

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুর : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষায় জাতীয়করণের আওতাভূক্ত কলেজ সমুহের শিক্ষকবৃন্দের চাকুরি বদলীযোগ্য না করার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গাজীপুর জেলা ইউনিট।

এ উপলক্ষে সোমবার গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষক নেতারা।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গাজীপুর জেলা ইউনিটের সভাপতি ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জেরিনা সুলতানা।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, বেসরকারি কলেজ জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে তাদের চাকরির নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি ও পরিচালনার জন্য স্বতন্ত্র্য বিধিমালা প্রনয়ণ করতে হবে।

সংবাদ সম্মেলনে টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারজানা পারভীন, সহযোগী অধ্যাপক অসীম বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer