Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

জাতীয় কন্যা শিশু দিবসে কালিয়াকৈরে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জাতীয় কন্যা শিশু দিবসে কালিয়াকৈরে মানববন্ধন

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুর : ‘‘শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত গাজীপুরের কালিয়াকৈরেও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম প্রমূখ।

এর আগে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি উপজেলা চত্বর ঘুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে মানব বন্ধনের মধ্য দিয়ে শেষ হয়। র‌্যালি ও মানব বন্ধনে প্রায় শতাধিক নারী অংগ্রহণ করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer