Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

জাতিসংঘের নিষেধাজ্ঞা ‘জঘন্য, অনৈতিক ও অমানবিক’ : পিয়ংইয়ং

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১০, ১৯ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জাতিসংঘের নিষেধাজ্ঞা ‘জঘন্য, অনৈতিক ও অমানবিক’ :  পিয়ংইয়ং

ঢাকা : জাতিসংঘের নিষেধাজ্ঞা কোনো অবস্থাতেই উত্তর কোরিয়াকে দমাতে পারবে না। এই ধরনের চাপ শুধু উত্তর কোরিয়ার পরমাণবিক কর্মসূচিকেই ত্বরান্বিত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নেতা কিম জং-উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে পিয়ংইয়ং জাতিসংঘের নিষেধাজ্ঞাকে ‘জঘন্য, অনৈতিক ও অমানবিক’ বলে উল্লেখ করে।

 

সোমবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও তাঁর সাকরেদদের তৎপরতায় উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ ও চাপ তৈরি করছে। তা শুধু আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকেই সমাপ্তির দিকে নিয়ে যাবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer