Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

‘জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য দেশ-বিদেশে প্রশংসিত’

নোয়াখালী সংবাদদাতা

প্রকাশিত: ১৪:৫২, ২৩ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ২২:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০১৭

প্রিন্ট:

‘জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য দেশ-বিদেশে প্রশংসিত’

নোয়াখালী : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার খুব সতর্কভাবে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করছে। মিয়ানমার আমাদের আকাশ সীমা লংঘনের ঘটনা ঘটিয়েছে।

এই অবস্থায় কোন উস্কানিতে সাড়া না দেয়ার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও বিজিবিকে বলে দিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। কেবল সমালোচনা করছে বিএনপি। তারা প্রধানমন্ত্রীর বক্তব্য না শুনে সমালোচনার জন্য সমালোচনা করছে, বিরোধিতার জন্য বিরোধীতা করছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer