Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ১৫ ডিসেম্বর ২০১৭

আপডেট: ১১:৪৭, ১৫ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

ছবি : সংগৃহীত

ঢাকা : বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

বিজয়ের ৪৬ বছর পূর্তিতে নতুন রূপে সাজানো হয়েছে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকা। শান্তিপূর্ণভাবে দিবসটি উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর পক্ষ থেকেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

যাদের ত্যাগ আর রক্তের বিনিময়ে স্বাধীন বাংলার বুকে মুক্ত বিহঙ্গের মতো উড়ছে লাল সবুজের পতাকা, সেইসব শহীদদের স্মরণেই রং-তুলির এই আঁচড়। এক একটি লাল ইটের সঙ্গে সমান দূরত্ব রেখে রাঙানো হচ্ছে স্মৃতিসৌধের পাদদেশসহ পায়ে হাঁটার রাস্তাও।

পুরো সৌধে পানি ঢেলে ঝাড়ু দিয়ে ধুয়ে-মুছে চলছে চকচকে করার কাজ। প্রায় একমাস দিনরাত পরিশ্রমের পর গণপূর্ত বিভাগের কর্মীরা সাজিয়ে তুলেছেন ১০৮ হেক্টর একরের উপর নির্মিত জাতীর গৌরব আর অহংকারের সৌধ। বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। গাছের সবুজ পাতা আর লাল ফুলের সমন্বয়ে রূপ দেয়া হয়েছে জাতীয় পতাকার।

বিজয় প্রভাতে তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়ার চূড়ান্ত মহড়াও সম্পন্ন হয়েছে। এখন শুধু অপেক্ষা বিজয় মাহেন্দ্রক্ষণের। অপেক্ষা বিনম্র চিত্তে জাতীর বীর সেনানীদের শ্রদ্ধা জানানোর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer