Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

জন্মস্থানে কেন উপেক্ষিত লালন শাহ্?

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৮, ১ নভেম্বর ২০১৬

আপডেট: ০৩:১১, ১ নভেম্বর ২০১৬

প্রিন্ট:

জন্মস্থানে কেন উপেক্ষিত লালন শাহ্?

ছবি: বহুমাত্রিক.কম

ঝিনাইদহ : মরমী সাধক ফকির লালন শাহ্ এর ১২৬ তম ওফাত দিবসের আলোচনায় বক্তারা অভিযোগ করেছেন নিজ জন্মস্থানে বারবার উপেক্ষিত হচ্ছেন তিনি। এজন্য এক শ্রেণির মতলববাজ বুদ্ধিজীবীদের দায়ী করেছেন তারা।

সাধক লালনের জন্মভিটা হরিশপুর গ্রামের রোববার রাতে আয়োজিত আলোচনা সভা ও সাধুসঙ্গে বক্তারা এই অভিযোগ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, হরিশপুরের লালন বারবার উপেক্ষিত হচ্ছেন। এক শ্রেণির মতলববাজ বুদ্ধিজীবী হরিশপুরের লালনকে অস্বীকার করে মুলত তার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছন। কারণ লালন হরিরশপুরের সন্তান এটা যেমন দিবালোকের মতো সত্য, তেমনি এই গ্রামে এখনো তার বংশধরেরা বসবাস করছেন এটাও প্রমাণিত।

তারা বলেন, কিছু বুদ্ধিজীবী তার তাত্ত্বিক গানে হাকিকী ও মেজাজী কথামালা তুলে ধরে লালনের কোন জাত পরিচয় নেই, এমন ডাহা মিথ্যা কথা প্রচার করেন।

এর তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, লালন ঝিনাইদহের হরিশপুরের সন্তান এবং তার পীর সিরাজ সাঁই।

ফকির লালন শাহ্ এর বংশধরদের আয়োজনে এ অনুষ্ঠানে শুরুতে মহান এই সাধকের জীবন-দর্শন নিয়ে আলোচনা করা হয়।

এসময় ঝিনাইদহ জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, কবি ও আলোচক সুমন শিকদার ও হরিণাকুন্ডু সালেহা খাতুন কলেজের বাংলার শিক্ষক মাহবুব মোরশেদ শাহীন প্রমুখ আলোচনা সভয় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ঝিনাইদহের বাংলাভিশন টিভির সাংবাদিক আসিফ ইকবাল, একাত্তর টিভির রাজিব, মাছরাঙা টিভির শাহরিয়ার রহমান, ডেইলি অবজারভার পত্রিকার জাফর উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক লালন ভক্ত, সাধূ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও লালন পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer